শর্ত পূরণের পরও শিক্ষকদের প্রমোশন ও ছুটি আটকে দেয়া এবং নিয়ম বহির্ভূত নিয়োগসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক একাধিক অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে শেষ পর্যন্ত নিজেই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন এক হল প্রাধ্যক্ষ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ও অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মো. তোফায়েল হোসেন মজুমদার।
মঙ্গলবার রেজিস্ট্রারের দপ্তর থেকে ওই অধ্যাপকের স্বাক্ষর ও রেজিস্ট্রার দপ্তরের সিল সম্বলিত এক চিঠির মাধ্যমে বিষয়টি জানা যায়।
চিঠিতে রেজিস্ট্রারের উদ্দেশে তিনি লিখেছেন, ‘জনাব, আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আমি মো. তোফায়েল হোসেন মজুমদার গত ০৫/০৯/২০২৩ খ্রি. তারিখ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অব্যবস্থাপনা ও ব্যক্তিগত কারণে আমার পক্ষে উক্ত দায়িত্ব পালন করা সম্ভবপর নয়।
‘এমতাবস্থায়, আমি আজ ০৬/০২/২০২৪ খ্রি. তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করলাম। অতএব, উপর্যুক্ত আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।’
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক তোফায়েল হোসেন বলেন, ‘শিক্ষকদের সঙ্গে অন্যায়ের প্রতিবাদে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষকদের নিয়োগ বোর্ড আটকিয়ে রাখা, প্রমোশন না দেয়া, তাদের প্রাপ্য ছুটি না দেয়া এবং নিয়ম বহির্ভূতভাবে নিয়োগপত্রে অযৌক্তিক শর্তসহ নানা অনিয়মের প্রতিবাদ আমি অনেক আগে থেকেই জানিয়ে আসছিলাম, কিন্তু কিছু না করতে পেরে শেষ পর্যন্ত আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি।’
তিনি বলেন, ‘আমি মনে করি, এই প্রশাসনের সঙ্গে থাকলে এর দায়ভার আমার ওপরও বর্তায়। তাই আমি হল প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করলাম।’
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২২ মার্চ দায়িত্ব পালনে উপাচার্যের সঙ্গে সমন্বয়হীনতা ও অস্বস্তিবোধের কথা বলে পদত্যাগপত্র জমা দেন তৎকালীন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের।