জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টরিয়াল বডিতে বড় রদবদল এসেছে। একই দিনে পাঁচ সহকারী প্রক্টরকে দায়িত্ব থেকে অব্যাহতির পর নতুন করে পাঁচ শিক্ষককে সহকারী প্রক্টরের দায়িত্ব দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম সোমবার নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের স্বাক্ষরিত আলাদা অফিস আদেশেও এসব অব্যাহতি ও নিয়োগের তথ্য জানানো হয়েছে।
প্রক্টরিয়াল বডিতে সহকারী প্রক্টর হিসেবে নতুন করে নিয়োগ পেয়েছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নুমান মাহফুজ, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কেএম সুজাউদ্দিন, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিশোর রায়, ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনির হোসেন ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক মনিরা জাহান সুমি।
পূর্বের প্রক্টরিয়াল বডির মধ্যে সহকারী প্রক্টর থেকে অব্যাহতি দেয়া হয়েছে ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন মাহি, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইদুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন ও মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী নুর হোসেনকে।
নতুন নিয়োগপ্রাপ্তরা সবাই পরবর্তী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন। বিধি মোতাবেক তারা অন্যান্য ভাতা পাবেন।