জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স ও বিজনেস স্টাডিজ অনুষদে নতুন দুইজন ডিন নিযুক্ত করা হয়েছেন। তারা যথাক্রমে আগামী ৪ ও ৭ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান নিউজবাংলাকে শনিবার এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে রেজিস্ট্রার স্বাক্ষরিত দুটি আলাদা অফিস আদেশও প্রকাশিত হয়েছে।
রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ৩ ফেব্রুয়ারি দুই বছর শেষ বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেনকে পরবর্তী দুই বছরের জন্য লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই আদেশ ৪ ফেব্রুয়ারি হতে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
এরই মধ্যে দিয়ে ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে প্রথম কোনো শিক্ষক এ অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি একজন নগর বিশেষজ্ঞ ও গবেষক।
আরও একটি অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের বর্তমান ডিনের মেয়াদ ৬ ফেব্রুয়ারি দুই বছর শেষ বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়াকে পরবর্তী দুই বছরের জন্য বিজনেস স্টাডিজ অনুষদের ডিন হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই আদেশ ৭ ফেব্রুয়ারি হতে কার্যকর হবে।
লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মল্লিক আকরাম হোসেন নিউজবাংলাকে বলেন, ‘নতুন দায়িত্ব পেয়েছি। বিশ্ববিদ্যালয় থেকে আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব৷ আশা করছি সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারব।’
বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আঠারো বছর পেরিয়ে গেলেও এখানে কোনো বিজনেস রিসার্চ সেন্টার নেই। দায়িত্ব পাওয়ার পর আমার প্রথম লক্ষ্য হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ব্যুরো অব বিজনেস রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠা করা। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন করা।”