গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। মঙ্গলবার সমিতির সাধারণ সভায় নির্বাহী সদস্যদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সর্বসম্মতিক্রমে গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী তিনদিনের মধ্যে এককভাবে ভর্তি কার্যক্রম শুরুর বিষয়ে একমত হয়েছেন তারা।
‘এর আগে ২০২১-২২ ও ২০২২-২৩ সেশনে ভর্তি পরীক্ষার আগে শিক্ষক সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছিল যে ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নেবে। কিন্তু রাষ্ট্রপতি বা ইউজিসির অনুরোধে তারা সে সিদ্ধান্ত থেকে ফিরে আসে। পরবর্তীতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হয়েছিল।
রাষ্ট্রপতি বা ইউজিসির অনুরোধে সিদ্ধান্তের পরিবর্তন হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে ড. মামুনুর রহমান বলেন, ‘এখনও হাতে সময় আছে। সময়ই বলে দেবে কী সিদ্ধান্ত হবে। তবে গত ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বলা হয়েছিল, যেসব বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির আওতায় পরীক্ষা নিতে সম্মত আছে তারা চাইলে এতে অংশগ্রহণ করতে পারে।
‘এখানে একটি ইঙ্গিত পাওয়া যায় যে যারা অনিচ্ছুক তারা চাইলে অংশগ্রহণ না-ও করতে পারে। আমাদের নেয়া সিদ্ধান্ত সেক্ষেত্রে সাংঘর্ষিক হবে না।’
নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘দীর্ঘসূত্রতা, আর্থিক অসচ্ছলতা, এমনকি গুচ্ছের মাধ্যমে পরীক্ষা নিতে নিতে প্রাইভেট বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার কিংবা আরও বেশি সময় বিলম্ব হয়ে যায়।’