এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের ‘ডক্টর নাফিজ মেরিট স্কলারশিপ অ্যাওয়ার্ড’ দেয়া হবে। কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের (সিইউবি) সহযোগিতায় এই স্কলারশিপ পাচ্ছেন কৃতী শিক্ষার্থীরা।
এ উপলক্ষে রোববার সকাল ১১টায় রাজধানীর প্রগতি স্মরণিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির ঢাকা ক্যাম্পাসের ১৩ তলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ডক্টর চৌধুরী নাফিজ সরাফাত। অন্যদের মধ্যে থাকবেন আব্দুল মোনেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি মাইনুদ্দীন মোনেম, পরিচালক ডক্টর ফারহানা মোনেম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ডক্টর ফেরদৌস জামান প্রমুখ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননাসূচক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে।