অভিযোগ ও অসামঞ্জস্যতার অভিযোগে ভাইস চ্যান্সেলর স্কলারশিপের তালিকা স্থগিত করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। রোববার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাইস-চ্যান্সেলর স্কলারশিপ-২০২৩ ও স্পোর্টস স্কলারশিপ-২০২৩-এর প্রাথমিক তালিকায় কিছু অভিযোগ ও অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় তালিকাসহ পত্র স্থগিত করা হলো। শিগগিরই চূড়ান্ত তালিকা ও বৃত্তি প্রদানের তারিখ প্রকাশ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে তালিকা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, অসামঞ্জস্যতা কিছু আছে। তা দূর করার জন্য পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সঙ্গে ক্রস চেক করা হচ্ছে। যারা যোগ্য তারাই স্কলারশিপ পাবে।
এর আগে গত ২২ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্কলারশিপ পাওয়া ৪২৯ জনের তালিকা প্রকাশ করা হয়। এছাড়া ওইদিন প্রথমবারের মতো স্পোর্টস স্কলারশিপের তালিকাও প্রকাশ করে কুবি প্রশাসন।