বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বরিশালে পাসের হার ৮০ দশমিক ৬৫, এবারও মেয়েরা এগিয়ে

  • প্রতিবেদক, বরিশাল   
  • ২৬ নভেম্বর, ২০২৩ ১৬:৪৬

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, ‘বিগত দিনের ধারাবাহিকতায় এবারেও ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফলাফল করেছে। আর জিপিএ-৫ এর দিক থেকে এবারেও মানবিক বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে।’

বরিশাল মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা গত বছরের চেয়ে কমেছে অনেকটাই। তবে শতভাগ বা পূর্ণ নম্বরের পরীক্ষার হিসেব কষলে ২০১৯ সালের পর এবারে বরিশাল বোর্ডে ফলাফলের পরিসংখ্যান অনেকটা ভালোই হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন।

তিনি জানান, ২০১৯ সালে যেখানে গড় পাসের হার ছিল ৭০ দশমিক ৬৫, সেখানে এবারে গড় পাশের হার ৮০ দশমিক ৬৫। যদিও গতবছর পাসের হার ছিল ৮৬ দশমিক ৯৫ শতাংশ।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘হিসেবে বিগত দিনের থেকে ফলাফল অনেক ভালো হয়েছে এবার। আর এজন্য শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর গোটা দেশের মধ্যে যদি বরিশাল বোর্ড শীর্ষে থাকে তাহলে তো আমাদের জন্য খুবই আনন্দের কথা।’

তিনি জানান, গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৩৮৬ জন, তবে এবারে পেয়েছে তার প্রায় অর্ধেক ৩ হাজার ৯৯৩ জন। তবে ২০১৯ সালের থেকে দ্বিগুনেরও বেশি এবারের সংখ্যা, ওই সালে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ২০১ জন।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, ‘বিগত দিনের ধারাবাহিকতায় এবারেও ছেলেদের চেয়ে মেয়েরা ভালো ফলাফল করেছে। আর জিপিএ-৫ এর দিক থেকে এবারেও মানবিক বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে।’

এদিকে তিন বিভাগে পাসের হার মিলেয়ে দেখা যায় মেয়েরা ৮৫ দশমিক ৭৬ শতাংশ পাস করেছে, যেখানে ছেলেদের পাসের হার ৭৫ দশমিক ৪৬ শতাংশ।

উল্লেখ্য, এ বছর ১৩১টি কেন্দ্রে ৩৩৫টি কলেজের ৬৮ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পাস করেছে ৫৪ হাজার ৪১৩ জন শিক্ষার্থী। আর মোট কলেজের মধ্যে ১৩টির শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে এবং ২৮৯ কলেজের ৫০ শতাংশের ওপরে পরীক্ষার্থী পাস করেছে। আর বোর্ডের মধ্যে শুধুমাত্র পটুয়াখালী জেলার মাত্র ১ টি কলেজে পাসের হার ৫ শতাংশের নীচে রয়েছে, তবে কোনো কলেজ নেই যেখানে কেউ পাশ করেনি।

এছাড়া এ পরীক্ষায় অংশগ্রহনকারীদের মধ্যে ১২ জন মেয়ে ও ২৯ জন ছেলে পরীক্ষার্থী বিভিন্ন সময়ে অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার হয়েছে।

এ বিভাগের আরো খবর