কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষকের বিরদ্ধে তার সাবেক স্ত্রীর আনা অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে একাডেমিক ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক সব কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অভিযুক্ত মো. আবুল হায়াত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক।
এর আগে গত ৪ জুলাই আবুল হায়াতের সাবেক স্ত্রী কানিজ ফাতেমার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সাইফুল আলম ৬৪ লাখ ৪০ হাজার টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, এসব টাকা দেনমোহর ও বিভিন্ন অজুহাতে শ্বশুরবাড়ি থেকে নিয়েছেন আবুল হায়াত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বরাবর অভিযোগও করেন কানিজ ফাতেমা।
এ বিষয়ে সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত বলেন, ‘আমি এখনো চিঠি পাইনি। চিঠি পেলে মন্তব্য করতে পারবো। এ ছাড়া আমার সাবেক স্ত্রীর ব্যাপারে আমি আইনি পদক্ষেপ নেব।’
কুবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মন্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে বিব্রতবোধ করেন।