২০২৩ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় বসা সাড়ে ১৩ লাখ শিক্ষার্থীর পরীক্ষার ফল প্রকাশ হবে ২৬ নভেম্বর।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়ে বলেন, ‘আগামী ২৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী সম্মতি দিয়ে চিঠি দিয়েছেন। সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ফলাফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন।’
প্রধানমন্ত্রীর ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনের পর শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
চলতি বছর আটটি শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট শুরু হয় ও ২৫ সেপ্টেম্বর শেষ হয়। অন্যদিকে, প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হয় ২৭ আগস্ট।