বিশ্ববিদালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের তথ্যমতে, প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালের মার্চে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের কাজ সম্পন্ন হয়। এতে ডাবলিং করে প্রায় ছয়শত ছাত্রী থাকতে পারবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চতুর্থ আবাসিক ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলটি উদ্বোধন করবেন।
বিশ্ববিদ্যালয় ট্রেজারার দপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে হলটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স রুমে এ উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধন উপলক্ষে রবিবার কো-অরডিনেশন সভাও অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের তথ্যমতে, প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ২০২২ সালের মার্চে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের কাজ সম্পন্ন হয়। এতে ডাবলিং করে প্রায় ছয়শত ছাত্রী থাকতে পারবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া প্রধানমন্ত্রীর প্রতি
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে তার মায়ের নামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলটি উদ্বোধন করবেন আগামীকাল। আমরা বিষয়টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
এ সময় হলটির উদ্বোধনের মধ্য দিয়ে ছাত্রীদের আবাসন সংকট কিছুটা কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন অধ্যাপক বদরুজ্জামান।
ববির ‘বঙ্গমাতা হল’ মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
-
ট্যাগ:
- প্রধানমন্ত্রী
- ববি
এ বিভাগের আরো খবর/p>