বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ডালের বাটি নিয়ে’ চবি ছাত্রলীগের সংঘর্ষ: তদন্তে কমিটি

  • প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়    
  • ৭ অক্টোবর, ২০২৩ ১২:৫১

চবির প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, ‘সংঘর্ষের ঘটনায় ব্যবস্থা নিতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি রিপোর্ট দিলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। ক্যাম্পাস এখন শান্ত আছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ব্যবস্থা নিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চবির রেজিস্ট্রার কে এম নুর আহমদ শনিবার দুপুরে তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক কৃষ্ণ দেব নাথকে আহ্বায়ক, সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদকে সদস্য সচিব এবং আরেক সহকারী প্রক্টর ড. মোরশেদুল আলমকে সদস্য করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।

চবির প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, ‘সংঘর্ষের ঘটনায় ব্যবস্থা নিতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি রিপোর্ট দিলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। ক্যাম্পাস এখন শান্ত আছে।’

এর আগে শুক্রবার দুপুরে খাওয়ার সময় ডালের বাটি পড়ে যাওয়ার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় চবি শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপের কর্মীরা। এতে উভয় গ্রুপের অন্তত ১৯ জন আহত হন বলে জানায় চবি মেডিক্যাল কর্তৃপক্ষ।

সংঘর্ষে জড়ানো শাখা ছাত্রলীগের গ্রুপ দুটি হলো সিক্সটি নাইন ও বিজয়।

ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দুপুরে ক্যাম্পাসের একটি হোটেলে খাবার শেষে টেবিল থেকে বের হবার সময় সিক্সটি-নাইন গ্রুপের কর্মী আজমিরের হাতের ধাক্কা লেগে টেবিলের ওপরে থাকা ডালের বাটি পড়ে যায়। এ বিষয়টি নিয়ে বিজয় গ্রুপের কর্মী মাহিরের সঙ্গে আজমিরের কথা-কাটাকাটি হয়। এর জেরে দুই গ্রুপে উত্তেজনা ছড়ালে বিকেলে সংঘর্ষে জড়ায় কর্মীরা।

তার আগে বেশ কিছুদিন ধরে দফায় দফায় শাখা ছাত্রলীগের গ্রুপ ও উপগ্রুপের মধ্যকার সংঘর্ষে গত ২৪ সেপ্টেম্বর শাখা ছাত্রলীগের কমিটিই বাতিল করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এ বিভাগের আরো খবর