জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের আয়োজনে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সাংবাদিকতা, গণমাধ্যম এবং যোগাযোগ শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন ।
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের নতুন কলা ভবনের চতুর্থ তলায় সোমবার সকাল নয়টায় সম্মেলনটি শুরু হবে। দুই দিনব্যাপি চলা সম্মেলনটি শেষ হবে বুধবার।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে।
সম্মেলনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলা ও মানবিকী অনুষদের ডিন ড.মোহাম্মদ মোজাম্মেল হক, এবং এমআরডির পরিচালক হাসিবুর রহমান।
মুখ্য আলোচক হিসেবে থাকবেন জিআইজেএন বাংলার সম্পাদক মিরাজ আহমেদ চৌধুরী।
এ জাতীয় সম্মেলনে মোট ২৬টি প্রবন্ধ উপস্থাপিত হবে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ এ প্রবন্ধগুলো উপস্থাপন করবেন।
সাংবাদিকতা, গণমাধ্যম এবং যোগাযোগ শীর্ষক জাতীয় এ সম্মেলন সম্পর্কে সম্মেলন আয়োজক কমিটির আহবায়ক ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল বলেন, ‘বিশ্ববিদ্যালয় গবেষণার স্থান, আর গবেষণাকে একটি উন্নত পর্যায়ে নিতে কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মূলত জ্ঞানের আদান-প্রদান। শিক্ষক, গবেষক এবং বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে তাদের জ্ঞান বিনিময় করবেন।
‘কনফারেন্সে গবেষণা প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে জ্ঞানের আদান-প্রদান হয়, জ্ঞান বিনিময়ের মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি হয়। নতুন জ্ঞান সৃষ্টি করা, জ্ঞান চর্চা করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব।’
সম্মেলনের বিভিন্ন সেশনে আলোচক এবং সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেন্য শিক্ষক,গণমাধ্যম কর্মী ও গবেষকেরা।