বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিহ্যাবের জব ফেয়ারে চাকরিসহ বিনা মূল্যে প্রশিক্ষণের সুযোগ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২১ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৫২

দেশের বিভিন্ন শিল্প গ্রুপ এই জব ফেয়ারে স্টল নিয়ে তাদের প্রতিষ্ঠান সম্পর্কে মেলায় আসা শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেয়।

শিক্ষার্থীদের চাকরিসহ বিনামূল্যে তিন মাসের কোর্স করার সুযোগ দিচ্ছে ররিয়েল স্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-রিহ্যাব।

প্রতি বছরের মতো এবারও বুধবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (বিকেটিটিসি) রিহ্যাবের দিনব্যাপী জব ফেয়ার আয়োজন করা হয়। এতে ওই উদ্যোগ নেয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি)-এর আওতাধীন এসইআইপি-রিহ্যাব প্রকল্প এই জব ফেয়ারের আয়োজন করে।

দেশের বিভিন্ন শিল্প গ্রুপ এই জব ফেয়ারে স্টল নিয়ে তাদের প্রতিষ্ঠান সম্পর্কে মেলায় আসা শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এসইআইপি-রিহ্যাব জবপ্লেসমেন্ট ও প্রকিউরমেন্ট কো-অর্ডিনেটর লোকমান হোসেন প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

ফেয়ারে আসা শিক্ষার্থীরা তাদের সিভি জমা দেয়ার মাধ্যমে তিন মাসের প্রশিক্ষণে অংশ নেয়ার সুযোগ পাবেন। এদের মধ্য থেকে বাছাই করে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দেয়া হবে প্রশিক্ষণের।

তিন মাস শেষে সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রশিক্ষণ নেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ দেবে। এই সুযোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, বর্তমান সময়ে চাকরি পাওয়ার সহজ পথ তৈরি হচ্ছে এ ধরনের জব ফেয়ারের মাধ্যমে।

প্রধান অতিথির হিসেবে বক্তব্যে এসইআইপি প্রকল্পের উপ-নির্বাহী প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. সানোয়ার জাহান ভূঁইয়া প্রকল্পের প্রশংসা করার পাশাপাশি ভবিষ্যতে এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থী সহ সবার সাফল্য কামনা করেন। পরে জব ফেয়ার ২০২৩-এর উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এ বিভাগের আরো খবর