পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রস্তুত করা হয়েছে দেশের প্রথম ও একমাত্র জলহস্তী কঙ্কাল। বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কঙ্কালটি শিক্ষা ও গবেষণার জন্য প্রস্তুত করেছেন। এটি রাখা হয়েছে বিভাগের ল্যাবরেটরিতে।
অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রংপুর চিড়িয়াখানায় ২০২১ সালের ফেব্রুয়ারিতে মৃত্যু হয় লিওন নামে এক জলহস্তীর। পরে প্রাণীটির দৈহিক গঠন, উৎপত্তি, বয়স, লিঙ্গ নির্ধারণ, বিভিন্ন রোগ, মৃত্যুর কারণ, প্রজাতির ভিন্নতাসহ নানা অ্যানাটমিক্যাল ও এনথ্রোপলজিক্যাল বিষয়ে ধারণা পাওয়া যায়।’
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অধ্যাপক সাইদুর রহমানের তত্ত্বাবধানে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের ছাত্র-ছাত্রীরা কঙ্কালটি প্রস্তুত করেছেন। কাজটি শেষ করতে তাদের ১১ মাস সময় লেগেছে।
শিক্ষার্থীদের দাবি, এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র পূর্ণাঙ্গ জলহস্তী কঙ্কাল। পবিপ্রবির পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জনে এটি কাজে লাগবে। জলহস্তীর পাশাপাশি মেছো বাঘ, রয়েল বেঙ্গল টাইগার ও কচ্ছপের কঙ্কাল তৈরির কাজও চলমান বলে জানান তারা।