কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এবার এক নবীন ছাত্রকে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে।
ইবির রেজিস্ট্রার বরাবর ইমেইলে অভিযোগটি করেছেন ওই ছাত্রের বাবা।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, মেইলটিতে শওকত নামের এক ব্যক্তি বাবার পরিচয় দিয়ে ছেলেকে র্যাগিংয়ের অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, গত সপ্তাহে তার ছেলে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি হয়। তার ছেলেসহ আরও সাত থেকে আটজন ছাত্র অন্য কয়েকজন ছাত্রের মাধ্যমে র্যাগিংয়ের শিকার হন। তারা নবীন শিক্ষার্থীদের ‘শৃঙ্খলা শেখানোর জন্য’ ডেকে নিয়ে ক্রিকেট মাঠে পানি বহন করানো, বাবা-মাকে নিয়ে গালিগালাজ, মোবাইল ফোন তল্লাশিসহ বিভিন্নভাবে হয়রানি করেন। এতে তার ছেলে ভয় পেয়ে রাতে ঘুমাতে পারেনি। এখন তিনি তার ছেলেকে এই বিশ্ববিদ্যালয়ে পড়াবেন কি না, এ বিষয়ে রেজিস্ট্রারের কাছে সাহায্য কামনা করেন।
এ ঘটনায় অভিযোগকারী অভিভাবক শওকত বলেন, ‘ছেলের নিরাপত্তার কথা ভেবে এখনই অভিযুক্ত কিংবা আমার ছেলের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। দুই-এক দিনের মধ্যে আমি ক্যাম্পাসে এসে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’
ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘শওকত নামের এক ব্যক্তি শিক্ষার্থীর বাবার পরিচয়ে মেইল করেছেন। মেইলে তিনি তার ছেলেকে র্যাগ দেয়া হয়েছে বলে উল্লেখ করেন। পরে আমি বিষয়টি দেখার জন্য প্রক্টর অফিসে পাঠিয়েছি।’
অ্যান্টি র্যাগিং ভিজিল্যান্স কমিটির আহ্বায়ক ও ইবির প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘ইমেইলে পাওয়া তথ্যগুলো অসম্পূর্ণ। আমরা ওই ইমেইলে পাওয়া ফোন নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানতে চেয়েছি, যাতে আমাদের ব্যবস্থা নিতে সুবিধা হয়, তবে শওকত নামের ওই অভিভাবক এখনও পূর্ণাঙ্গ তথ্য দেননি।’
এ বিষয়ে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি শিমুল রায় বলেন, ‘আমি এখনও বিভাগে কোনো অভিযোগ পাইনি, তবে শিক্ষার্থীদের আমরা র্যাগিংয়ের বিরুদ্ধে সর্বোচ্চ সচেতন করেছি।’