ঢাকায় সংগঠনের শুক্রবারের সমাবেশে যোগ না দিলে নেতা-কর্মীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াস।
বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত একটি অডিওবার্তা ফেসবুকে ভাইরাল হয়।
গত বুধবার রাত দেড়টার দিকে অডিওবার্তাটি দেন ছাত্রলীগের ওই নেতা।
অডিওবার্তায় মোহাম্মদ ইলিয়াসকে বলতে শোনা যায়, ‘শুক্রবার, শনিবার দুই দিনই বন্ধ (সাপ্তাহিক ছুটি)। যদি কারও পরীক্ষা থেকে থাকে, তাহলে সেটা রোববার হবে। আমরা আমাদের সময়ে পরীক্ষা না দিয়ে সংগঠনের দায়িত্ব পালন করেছি। তোমরা দীর্ঘদিন ধরে হলে থাকছো, তোমাদের থেকে কোনো ভাড়া নেয়া হয় না।
‘তোমাদের ফরম ফিলআপের জন্য টাকা না থাকলে সেটাও আমি দিই। আমরা বৃহস্পতিবার রাতে রওনা দেব। আবার শুক্রবার রাতেই ফিরব। শনিবার পড়ালেখা করে তোমরা রোববার পরীক্ষা দিতে যাবা।’
মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘যারা এ এফ রহমান ও আলাওল হলে আছো, সকলের জন্য বাধ্যতামূলক। তোমাদেরকে অবশ্যই ঢাকা যেতে হবে। ঢাকা যাওয়ার, থাকা-খাওয়ার ব্যবস্থা আমি করব। তাই বিষয়টা খুব বেশি জরুরি। আর যারা যাবে না, তারা নিজ দায়িত্বে হল ছেড়ে বাইরে চলে যাও।’
অডিওবার্তার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘এই নির্দেশনা সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। এ নির্দেশনা আমাদের সংগঠনের যারা আদর্শিক কর্মী আছে, তাদের জন্য। আদর্শিক কর্মীদের দায়িত্ব হলো সমাবেশে উপস্থিত হওয়া।’