ভুয়া খবর, গুজব ও অপতথ্য মোকাবেলায় শিক্ষার্থীদের জন্য ফ্যাক্ট-চেকিং কর্মশালার আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ।
বৃহস্পতিবার এমআরডিআই-এর যৌথ আয়োজনে বিভাগটির প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালায় অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যলয়ের কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজের বিভাগের সভাপতি রাকিব আহমেদ। কর্মশালাটির পরিচালনার দায়িত্বে ছিলেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল ও সহকারী অধ্যাপক সালমা আহমেদ।
কর্মশালার উদ্বোধনী অংশে অতিথিরা ফেক নিউজ ও ডিজইনফরমেশন-এর প্রকোপ নিয়ে আলোচনা করেন এবং কর্মশালার গুরুত্ব তুলে ধরেন। কর্মশালার প্রথম অংশে সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল ফ্যাক্ট-চেকিংয়ের প্রাথমিক ধারণা, ইনফরমেশন লিটারেসি এবং এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বিভাগের সভাপতি এবং সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ ফেক নিউজ ও ডিজইনফরমেশনের রাজনৈতিক প্রভাব নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। ইমেজ ভেরিফিকেশন, ভিডিও ভেরিফিকেশন এবং জিওলোকেশন সার্চ বিষয়ে আলোচনার পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণ দেন ডিসমিসল্যাবের গবেষক মিনহাজ আমান।
এছাড়াও ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব, মিথ্যা খবরের প্রভাব এবং শিক্ষার্থীরা কীভাবে এই ক্ষেত্রে সফল ক্যারিয়ার গড়ে তুলতে পারে, সেসব বিষয়ে আলোচনা হয় প্রশিক্ষণে। শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে কর্মশালাটি শেষ হয়।