ভারি বর্ষণে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরী ও এর আশেপাশের কেন্দ্রগুলোতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচএসসি) এক ঘণ্টা পর শুরু হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ রোববার সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মন্ত্রী মহোদয়ের নির্দেশে চট্টগ্রাম মহানগরী ও এর আশেপাশের কেন্দ্রগুলোতে এক ঘণ্টা পর পরীক্ষা শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ফতেয়াবাদ সিটি করপোরেশন ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৭ জন এখনও অনুপস্থিত থাকায় এটাতে আরও আধা ঘণ্টা পর পরীক্ষা শুরু হবে।’
গত ১৭ আগস্ট থেকে সারা দেশে উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চট্টগ্রামে বন্যা পরিস্থিতির কারণে তিন বোর্ডে পরীক্ষা পেছানো হয়। পেছানো তিন বোর্ড চট্রগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ২৭ আগস্ট থেকে শুরুর কথা জানানো হয়।
কিন্তু এরমধ্যে শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলো। এতে সাধারণ মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।