কিশোরগঞ্জের ইটনায় এইচএসসি পরীক্ষায় নকল করার অপরাধে ছয় পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। তাদের চারজনের কাছে মোবাইলে নকল এবং বাকি দুজনের কাছে নকলের কপি পাওয়া গেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতন কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলেন- ইমরান হোসেন, মাছুম মিয়া, রিপন ভূইয়া, নাসির উদ্দীন, দ্বীন মোহাম্মদ ও মোহাম্মদ মুরাদ। তারা সবাই রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজের প্রভাষক উজ্জ্বল কুমার দাস জানান, বেলা সাড়ে ১১টার দিকে মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতন কেন্দ্র পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস। এসময় তিনি এক পরীক্ষার্থীর হাতে স্মার্টফোন দেখতে পেয়ে সেটি জব্দ করলে নকলের বিষয়টি বেরিয়ে আসে। পরে আরও কয়েকজনের কাছে স্মার্টফোন ও নকল পাওয়া যায়। তাদের সবাইকে বহিষ্কার করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস বলেন, ‘ওই কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি বাইরে পাঠানো এবং বাইরে থেকে উত্তর সংগ্রহের প্রমাণ পাওয়া যায়। মোবাইলের সূত্র ধরেই নকলের বিষয়টি বেরিয়ে আসে। ছয়জনের মধ্যে চারজনের কাছে স্মার্টফোন ও দুজনের কাছে নকলের কপি পাওয়া গেছে। পরে তাদের বহিষ্কার করা হয়।’