কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) ফ্যাকাল্টিদের সঙ্গে প্রখ্যাত শিক্ষাবিদ ও নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর আতিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর প্রগতি সরণিতে সিইউবির নিজস্ব ক্যাম্পাসে শনিবার এই মতিবনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের একাডেমিক কাউন্সিল সদস্য এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক আতিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. রিদওয়ানুল হক, বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ।
এসময় প্রফেসর আতিক দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও শিক্ষা সেবার মান উন্নয়নে করণীয় সম্পর্কে তার পরামর্শ তুলে ধরেন।
তার এই সুচিন্তিত পরামর্শ বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করেন সিইউবির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
চলতি বছরের ২১ মে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে একাধিক বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
ওই চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণা সহযোগিতা, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, সমন্বিত ক্লাব কার্যক্রম, যৌথ গবেষণা প্রকল্প উন্নয়ন ও প্রকাশনা, শিক্ষক ও শিক্ষার্থীর মানোন্নয়নসহ অন্যান্য কার্যক্রম চলমান।