শিক্ষামন্ত্রী বলেন, ‘কোথাও প্রাকৃতিক দুর্যোগ থাকলে শুধু ওই স্থানেই পরীক্ষা স্থগিত থাকবে। এমনিতেই আমরা কোভিডের কারণে অনেক পিছিয়ে পড়েছি। আগামী বছর থেকে স্বাভাবিক সময়ের মধ্যেই পরীক্ষা হবে। কাজেই এ বছর যথাসময়ে এইচএসসি পরীক্ষা নেয়া হবে।’
ডেঙ্গু অথবা প্রাকৃতিক দুর্যোগে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
চাঁদপুর শহরের লেডি প্রতিমা মিত্র উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে শুক্রবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, ‘কোথাও প্রাকৃতিক দুর্যোগ থাকলে শুধু ওই স্থানেই পরীক্ষা স্থগিত থাকবে। প্রায় ১৪ লক্ষ পরীক্ষার্থী ১৭ আগস্ট পরীক্ষা দেয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আছে।
‘পাবলিক পরীক্ষা সময়মতো নিতে হয়। এমনিতেই আমরা কোভিডের কারণে অনেক পিছিয়ে পড়েছি। আগামী বছর থেকে স্বাভাবিক সময়ের মধ্যেই পরীক্ষা হবে। কাজেই এ বছর যথাসময়ে এইচএসসি পরীক্ষা নেয়া হবে।’
দীপু মনি বলেন, ‘এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেয়ার জন্য যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করছেন, আপনারা সহপাঠীদের দিকে তাকিয়ে যথাসময়ে পরীক্ষায় অংশ নিন।’
শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি নেয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।