কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চিকিৎসা কেন্দ্রে ৮০ টাকায় করানো যাবে ডেঙ্গু পরীক্ষা।
কার্ডধারী যেকোনো রোগীই এ সুবিধা গ্রহণ করতে পারবেন।
ইবি চিকিৎসা কেন্দ্রের চিফ মেডিক্যাল অফিসার সিরাজুল ইসলাম বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ডেঙ্গু টেস্টের জন্য প্রতিটি স্ট্রিপের খরচ যেখানে প্রায় ২৫০ থেকে ৩০০ টাকা, সেখানে একজন শিক্ষার্থী মাত্র ৮০ টাকা দিয়ে আমাদের এখান থেকে ডেঙ্গু টেস্ট করাতে পারবেন। বাকি খরচ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তুকি হিসেবে দেয়া হচ্ছে। মোট তিনটি টেস্ট এখানে চালু আছে। প্রাথমিক জ্বরে এনএস ১ অ্যান্টিজেন পরীক্ষার খরচ ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
‘এ ছাড়া জ্বর যদি চার-পাঁচ দিন স্থায়ী হয় এবং ডেঙ্গুর লক্ষণ দেখা যায়, তাহলে আইজিএম অ্যান্টিবডি পরীক্ষা করতে হবে। সেটার মূল্যও ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর পরবর্তী সময়ে, অর্থাৎ কোনো রোগীর জ্বর যদি আট থেকে ১০ দিন স্থায়ী হয়, তাহলে আইজিজি অ্যান্টিবডি পরীক্ষা করতে হবে। এটার মূল্যও ৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।’
ডেঙ্গু আক্রান্ত রোগীর পরবর্তী চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ‘ইবির চিকিৎসা কেন্দ্র থেকে আমরা প্রাথমিক চিকিৎসা দেব এবং অবস্থা বুঝে ভালো কোনো ক্লিনিকে রেফার করতে পারব।’
চিকিৎসা কেন্দ্র সূত্রে জানা যায়, রোগীরা ক্যাম্পাস খোলার দিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত স্যাম্পল দিতে পারবে। টেস্টের রেজাল্ট পরবর্তী সময়ে মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
এর আগে মঙ্গলবার প্রাথমিকভাবে ডেঙ্গুর পরীক্ষা শুরু হয় ইবির চিকিৎসা কেন্দ্রে।
সম্প্রতি সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সামান্য জ্বরেই ইবি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ডেঙ্গু পরীক্ষার খরচ হাতের নাগালে হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী।