বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এইচএসসি পরীক্ষা ১৭ আগস্ট থেকেই

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ আগস্ট, ২০২৩ ১৮:১১

এইচএসসি ও সমমান পরীক্ষা প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘চট্টগ্রামের বিষয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষা নেয়ার মতো অবস্থা না থাকলে শুধু ওই বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে। তবে আশা করছি বৃষ্টি কমে গেলে পানি নেমে যাবে।’

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পূর্বনির্ধারিত ১৭ আগস্টই শুরু হবে। আর প্রশ্ন ফাঁস রোথ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার লক্ষ্যে সারাদেশে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার।

এদিকে টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে পার্বত্য তিন জেলাসহ চট্টগ্রাম ও কক্সবাজারের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও দুদিন বাড়ানো হয়েছে। সে হিসাবে বুধ ও বৃহস্পতিবার এই ৫ জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

‘এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা’ শেষে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘১৭ আগস্ট থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় ৯টি সাধারণ, আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী অংশ নেবে।

‘এর মধ্যে এইচএসসি পরীক্ষায় ১১ লাখ ৮ হাজার ৫৯৪ জন, আলিম পরীক্ষায় ৯৮ হাজার ৩০১ জন এবং এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৫২ হাজার ৭১৭ শিক্ষার্থী অংশ নেবে।

‘সারাদেশে দুই হাজার ৬৫৮ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিদেশের আট কেন্দ্রে এবার ৩২৭ জন পরীক্ষা অংশ নেবে।’

দীপু মনি বলেন, ‘২০২২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ তিন হাজার ৪০৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সে হিসাবে গত বছরের তুলনায় চলতি বছর এক লাখ ৫৫ হাজার ৯৩৫ জন পরীক্ষার্থী বেড়েছে। তবে প্রতিষ্ঠান কমেছে ১২টি। অন্যদিকে কেন্দ্র বেড়েছে ৯টি।’

টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। ছবি: নিউজবাংলা

৫ জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আরও দুদিন

শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, ‘ভারী বৃষ্টিপাতের কারণে তিন পার্বত্য জেলাসহ চট্টগ্রাম ও কক্সবাজারের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। এজন্য বুধ ও বৃহস্পতিবার এসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

‘আশা করছি, আগামী দুদিনের মধ্যে সব এলাকার পানি নেমে যাবে এবং পরিস্থিতির উন্নতি হবে। সে ক্ষেত্রে আগামী রোববার থেকে এই ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরু করা যাবে বলে আমরা আশাবাদী।’

এইচএসসি ও সমমান পরীক্ষা প্রসঙ্গে দীপু মনি বলেন, ‘চট্টগ্রামের বিষয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষা নেয়ার মতো অবস্থা না থাকলে শুধু ওই বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে। তবে আশা করছি বৃষ্টি কমে গেলে পানি নেমে যাবে।’

এর আগে সোমবার ঘোষণা দেয়া হয়েছিল, মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

চলমান বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হওয়ায় তিন পার্বত্য জেলাসহ ৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো।

প্রসঙ্গত, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করছেন। এ ঘটনায় পুলিশের লাঠিচার্জ এমনকি কয়েকজনকে আটকের ঘটনাও ঘটেছে।

এ বিভাগের আরো খবর