কয়েকদিনের টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে মঙ্গলবার চট্টগ্রাম নগরীর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার মাউশির সরকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম আগামী মঙ্গলবার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হল।
একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সম্পদ ও নথিপত্র বিশেষ ব্যবস্থাপনায় সংরক্ষণ করারও নির্দেশনা দেয়া হয়েছে।
টানা বৃষ্টিতে বন্দর নগর চট্টগ্রামে শুক্রবার থেকে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীরা। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই নির্দেশনা দিয়েছে মাউশি।