শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপ-উপাচার্য প্রফেসর ড. কবির হোসেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জনিয়েছেন।
শনিবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে এ মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন করেন।
সম্মান প্রদর্শনের পর তিনি পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নিহত সব শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন তিনি। সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন গ্লোবাল টিভির বার্তা সম্পাদক মুস্তফা মনওয়ার সুজন, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির, ইত্তেফাকের সহ-সম্পাদক সানজিদা সুলতানা, শাবির সহকারী প্রক্টর আবদুল্লাহ আল ইসলামসহ অনেকে।
এর আগে সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শাবি প্রো-ভিসি ড. কবির হোসেন।
শাবির নতুন উপ-উপাচার্য হিসেবে ১০ জুলাই নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কবির হোসেন। তিনি বর্তমানে শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি। এর আগেও তিনি শিক্ষক সমিতিতে দুইবার সভাপতি ও একবার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।