দেশব্যাপী সাংবাদিক লাঞ্ছনা ও নির্যাতনের বিচারে সরকারের অনীহা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনকে সাহস জুগিয়েছে বলে মনে করে ছাত্র ইউনিয়ন।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাচ চত্বরের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এ মতামত দেন ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাগীব নাঈম।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিক ইকবাল মনোয়ারকে বিশ্ববিদ্যালয়ের দেয়া বহিষ্কারাদেশ তুলে নেয়ার দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
এসময় তারা দ্রুত কুবি শিক্ষার্থী সাংবাদিক ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ তুলে নেবার দাবি জানান। আর তা না হলে তাহলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কঠোর আন্দোলনের মধ্য দিয়ে এ কাজ করতে কুবি প্রশাসনকে বাধ্য করবে বলে হুশিয়ারী দেন নেতারা।
সমাবেশের আগে বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ ঘুরে এসে স্বোপার্জিত স্বাধীনতার পাশে এসে মিছিলটি শেষ হয়।
সমাবেশের শুরুতে সঞ্চালক ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নবীনবরণে বক্তব্যের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দুর্নীতিগ্রস্ত হতে অনুপ্রাণিত করেছেন। অন্যদিকে তিনি শিকার করে নিয়েছেন, দেশব্যাপী তথাকথিত উন্নয়নের অন্যতম শর্ত দুর্নীতি ও ভাগ-বাটোয়ারা।’
সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম বলেন, ‘কুমিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতে, দুর্নীতি হলে দেশে উন্নতি হয়। আমরা তার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। যে তথাকথিত অবকাঠামোগত উন্নয়ন ডিসকোর্সে পুরো দেশকে ভাসিয়ে দেয়া হয়েছে, তার অংশ হিসেবে নতুন নতুন মেগা প্রকল্প পাশ হচ্ছে এবং সেসব প্রকল্পে দুর্নীতির মধ্য দিয়ে কারও কারও উন্নতি অবশ্যই হচ্ছে। কিন্তু দেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাচ্ছে না।’
তিনি বলেন, ‘পুরো দেশে মানবাধিকার যেভাবে প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে, একইভাবে বিশ্ববিদ্যালয়েও হচ্ছে। একজন সাংবাদিক নবীনবরণে উপাচার্যের বক্তব্য নিয়ে সংবাদ পরিবেশন করায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগটুকু পর্যন্ত দেয়া হয়নি।’
তিনি আরও বলেন, ‘স্বেচ্ছাচারী আচরণের সর্বোচ্চ বহিঃপ্রকাশ আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে দেখলাম। সত্য বক্তব্য প্রচারের দায়ে কুবি শিক্ষার্থী ও যায়যায় দিন পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি ইকবাল মনোয়ারের বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে।’
সমাবেশে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, ঢাকা মহানগর সংসদ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের নেতা-কর্মীসহ কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেন।