বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক, ভাইস চ্যান্সেলর ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান ও ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুল ইসলাম।
ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে ১ আগস্ট পূর্বনির্ধারিত এক বৈঠকে মিলিত হন তারা।
এসময় প্রতিনিধি দল এইউবির বর্তমান শিক্ষা কার্যক্রম ও গবেষণার নানা দিক নিয়ে অলোচনা করেন। এ ছাড়া বাংলাদেশে পিইএইচ ডিগ্রির মানোন্নয়নে মতবিনিময় হয়। এক্ষেত্রে এইউবি ভিসি তার অভিজ্ঞতা থেকে কিছু প্রস্তাবনা তুলে ধরেন এবং এইউবিতে চলমান মানসম্মত শিক্ষাপ্রদান অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় ইউজিসি চেয়ারম্যান এইউবি-সহ সব বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণ ও নিয়মনীতি সংরক্ষণ করে শিক্ষা কার্যক্রম পরিচালনার তাগিদ দেন। এইউবি প্রতিনিধি দলকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এইউবি প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যানকে মানসম্মত ও আধুনিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে আগের চেয়ে আরও বেশি কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
সবশেষে গুরুত্বপূর্ণ সময় ও দিকনির্দেশনা প্রদানের জন্য ইউজিসি চেয়ারম্যানকে কৃতজ্ঞতা জানান এইউবি প্রতিনিধি দলটি।