খুলনার ফুলতলা উপজেলায় অবস্থিত মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে) থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেয়া ১৩০ শিক্ষার্থীর মধ্যে ১২৮ শিক্ষার্থীই জিপিএ ৫ পেয়েছে।
৬৬ ছেলে শিক্ষার্থী ও ৬৪ মেয়ে শিক্ষার্থীর মধ্যে ৯৮ দশমিক ৪৬ শতাংশ পরীক্ষার্থীই জিপিএ ফাইভ পেয়েছে। বাকি দুজন পেয়েছে ‘এ’।
শুক্রবার ফল ঘোষণার পর এ তথ্য জানা যায়। এমসিএসকে থেকে পরীক্ষা দেয়া শিক্ষার্থীরা ছিল ছেলেদের ২০তম ও মেয়েদের নবম ব্যাচ।
শিক্ষার্থীদের এ অসামান্য অর্জনে এমসিএসকের পরিচালনা পরিষদের সভাপতি ও অধ্যক্ষ সব শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।
এমসিএসকে খুলনা নগর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে অবস্থিত ফুলতলা উপজেলার বিল ডাকাতিয়া এলাকায় অবস্থিত। বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা স্কুলটি পরিচালিত। এটি একটি সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।