রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে ৮৭ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন।
গত বছরের চেয়ে এবছর পাসের হার বেড়েছে। তবে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা অনেক কমেছে। গত বছর পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৮। জিপিএ ৫ পেয়েছিল ৪২ হাজার ৫১৭ জন।
গত কয়েক বছরের মত এবারও রাজশাহীর মেয়েরা ভালো ফল করেছে। পাসের হার এবং জিপিএ ৫ দুই ক্ষেত্রেই তারা এগিয়ে রয়েছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের ঘোষিত ঘলাফলের পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছর রাজশাহী বোর্ডে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৬ হাজার ৩৩০ জন। এরমধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৩ হাজার ৬২৫ জন। এ বছর পাস করেছে ১ লাখ ৭৮ হাজার ৯৫৮ জন। পাসের হার ৮৭ দশমিক ৮৯। পাসের হার এবং জিপিএ ৫ দুই দিক থেকেই এগিয়ে রয়েছে মেয়েরা।
গত চার বছরের মত এবারও মেয়েরা এগিয়ে রয়েছে ছেলেদের থেকে। রাজশাহী বোর্ডে এবারে ছাত্রীদের পাসের হার ৯০ দশমিক ০৮ ভাগ। আর ছাত্রদের পাসের হার ৮৫ দশমিক ৮৫ শতাংশ। ছাত্রীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ৭১৩জন আর ছাত্রদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ১৬৪জন।
এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের একটি স্কুলের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। আর ১৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই পাস করেছে।
এদিকে, ফলাফল ঘোষণাকে ঘিরে রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ বছর তেমন শিক্ষার্থী উপস্থিতি ছিল না। অনলাইনেই বেশিরভাগ শিক্ষার্থী ফলাফল জেনে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর উপিস্থিতি খুবই কম ছিল।