সিলেট শিক্ষাবোর্ডে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। সেই সঙ্গে কমেছে জিপিএ ফাইভের সংখ্যাও।
সিলেটে চলতি বছর পাসের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ, যা ২০২২ সালের চেয়ে ২ দশমিক ৭৬ শতাংশ কম। ২০২২ সালে এসএসসিতে পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ।
সিলেটে এ বছর জিপিএ ফাইভ পেয়েছে ৫ হাজার ৪৫২ পরীক্ষার্থী। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৭ হাজার ৫৬৫। অর্থাৎ, গত বছরের চেয়ে জিপিএ ফাইভের সংখ্যা কমেছে ২ হাজার ১১৩।
সিলেট শিক্ষা বোর্ড মিলনায়তনে শুক্রবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।
এ শিক্ষা বোর্ডে চলতি বছর শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। তিন বিভাগের মধ্যে সবচেয়ে ভালো ফল হয়েছে বিজ্ঞান বিভাগে। পাসের হার ও জিপিএ ফাইভ পাওয়ার দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
সিলেট বিভাগ থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৯ হাজার ৫৩২ শিক্ষার্থী। এর মধ্যে পাস করে ৮৩ হাজার ৩০৬ জন।
চলতি বছর সিলেট শিক্ষা বোর্ড থেকে ৪৫ হাজার ২৮৩ ছেলে ও ৬৪ হাজার ২৪৯ মেয়ে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৩ হাজার ৯০৯ ছেলে ও ৪৯ হাজার ৩৯৭ মেয়ে পরীক্ষার্থী পাস করে।
ছেলেদের পাসের হার ৭৪ দশমিক ৮৮ ও মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ৮৮ শতাংশ।
জিপিএ ফাইভ পেয়েছে ২ হাজার ৪৭০ জন ছেলে ও ২ হাজার ৯৮২ জন মেয়ে।
সিলেট শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯১ দশমিক ৭৪ শতাংশ। মানবিক বিভাগে ৭০ দশমিক ৮৩ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগে এ হার ৮৩ দশমিক ৩৫ শতাংশ।