বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেট বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ ফাইভ

  • প্রতিবেদক, সিলেট   
  • ২৮ জুলাই, ২০২৩ ১৪:১০

সিলেট শিক্ষা বোর্ডে চলতি বছর শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। তিন বিভাগের মধ্যে সবচেয়ে ভালো ফল হয়েছে বিজ্ঞান বিভাগে। পাসের হার ও জিপিএ ফাইভ পাওয়ার দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

সিলেট শিক্ষাবোর্ডে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার কমেছে। সেই সঙ্গে কমেছে জিপিএ ফাইভের সংখ্যাও।

সিলেটে চলতি বছর পাসের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ, যা ২০২২ সালের চেয়ে ২ দশমিক ৭৬ শতাংশ কম। ২০২২ সালে এসএসসিতে পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ।

সিলেটে এ বছর জিপিএ ফাইভ পেয়েছে ৫ হাজার ৪৫২ পরীক্ষার্থী। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৭ হাজার ৫৬৫। অর্থাৎ, গত বছরের চেয়ে জিপিএ ফাইভের সংখ্যা কমেছে ২ হাজার ১১৩।

সিলেট শিক্ষা বোর্ড মিলনায়তনে শুক্রবার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।

এ শিক্ষা বোর্ডে চলতি বছর শতভাগ পাসের সাফল্য দেখিয়েছে ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান। তিন বিভাগের মধ্যে সবচেয়ে ভালো ফল হয়েছে বিজ্ঞান বিভাগে। পাসের হার ও জিপিএ ফাইভ পাওয়ার দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।

সিলেট বিভাগ থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৯ হাজার ৫৩২ শিক্ষার্থী। এর মধ্যে পাস করে ৮৩ হাজার ৩০৬ জন।

চলতি বছর সিলেট শিক্ষা বোর্ড থেকে ৪৫ হাজার ২৮৩ ছেলে ও ৬৪ হাজার ২৪৯ মেয়ে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩৩ হাজার ৯০৯ ছেলে ও ৪৯ হাজার ৩৯৭ মেয়ে পরীক্ষার্থী পাস করে।

ছেলেদের পাসের হার ৭৪ দশমিক ৮৮ ও মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ৮৮ শতাংশ।

জিপিএ ফাইভ পেয়েছে ২ হাজার ৪৭০ জন ছেলে ও ২ হাজার ৯৮২ জন মেয়ে।

সিলেট শিক্ষা বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯১ দশমিক ৭৪ শতাংশ। মানবিক বিভাগে ৭০ দশমিক ৮৩ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগে এ হার ৮৩ দশমিক ৩৫ শতাংশ।

এ বিভাগের আরো খবর