বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৪৮ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ জুলাই, ২০২৩ ১৩:১৭

এ বছর কোনো শিক্ষার্থী পাস করেনি, এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। গত বছর যেখানে কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫০টি, এ বছর তা দুটি কমে দাঁড়ায় ৪৮টিতে।

চলতি বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ২ হাজার ৩৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেয়া সব পরীক্ষার্থী পাস করেছে, তবে ৪৮টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করেনি মাধ্যমিকের চূড়ান্ত এ পরীক্ষায়।

দীর্ঘদিনের রীতি ভেঙে সরকারি ছুটির দিন শুক্রবার প্রকাশ হলো এসএসসি ও সমমানের পরীক্ষার ফল।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এ বছর দেশের ২৯ হাজার ৭১৪টি প্রতিষ্ঠান থেকে ২০ লাখ ৪১ হাজার ৪৫০ শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। সেখান থেকে উত্তীর্ণ হয় ১৬ লাখ ৪১ হাজার ১৪০ শিক্ষার্থী। অর্থাৎ ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এ বছর।

শতকরা হিসাবে শিক্ষার্থী কমার পাশাপাশি এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে।

এ বছর যেখানে ২ হাজার ৩৫৪টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, সেখানে গত বছর এ কৃতিত্বের অংশীদার ছিল ২ হাজার ৯৭৫টি প্রতিষ্ঠান।

এ বছর কোনো শিক্ষার্থী পাস করেনি, এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। গত বছর যেখানে কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫০টি, এ বছর তা দুটি কমে দাঁড়ায় ৪৮টিতে।

এ বিভাগের আরো খবর