বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইংলিশ চ্যানেলে ঢাবির অ্যালমনি যুক্তরাজ্য শাখার বনভোজন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৭ জুলাই, ২০২৩ ১৯:৪৪

কেউ কবিতা আবৃত্তি করেন, কেউ তাদের পুরানো দিনের প্রেমিক, বন্ধু, হলের বড়ভাই, ছোট ভাইদের নিয়ে স্মৃতি কথা শেয়ার করেন। জোবায়ের বাবু গানে গানে মুগ্ধ করেন সবাইকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালমনি যুক্তরাজ্য শাখার আয়োজনে ইস্টবর্ণ সৈকতে একটি বার্ষিক বনভোজন হয়েছে।

গত রোববার এই আয়োজন করা হয়। প্রায় ৫০ জনের একদল সাবেক শিক্ষার্থী নিয়ে পূর্ব লন্ডনের নির্ধারিত রেডব্রিজ রেল স্টেশনের কাছ থেকে এক বিলাসবহুল কোচে সকাল ১০টার দিকে গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।

অ্যালমনির ভারপ্রাপ্ত সভাপতি প্রশান্ত কুমার পুরকায়স্থ স্বাগত বক্তব্য জানিয়ে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ভ্রমণকালীন দিকনির্দেশনা দিয়ে যাত্রার আনুষ্ঠানিকতা শুরু করেন।

যাত্রার সময় কোচের ভেতর আয়োজন করা হয় বিভিন্ন বিনোদনের। অ্যারিনা সিদ্দিক এবং সৈয়দ জাফরের উপস্থাপনায় প্রাণবন্ত বিনোদন উপভোগ করেন বনভোজনে আগত সাবেক শিক্ষার্থীরা।

কেউ কবিতা আবৃত্তি করেন, কেউ তাদের পুরানো দিনের প্রেমিক, বন্ধু, হলের বড়ভাই, ছোট ভাইদের নিয়ে স্মৃতি কথা শেয়ার করেন। জোবায়ের বাবু গানে গানে মুগ্ধ করেন সবাইকে।

এর ভেতরেই চলতে থাকে সকালের নাস্তা, আর নিজস্ব পরিমণ্ডলের আদলে খোসগল্প। সবাইকেই গাইতে হয় নতুবা আবৃত্তি করতে হয় আর যারা অংশ নেননি তাদেরকে দিতে হয় বিনোদনমূলক মুচলেকা। এই স্বরোপিত মুচলেকার শিকার হন ব্যারিষ্টার আবুল কালাম।

প্রায় দুই ঘণ্টা যাত্রার পর ইস্টবর্ণের সমুদ্র তীরে পৌঁছে যান প্রাচ্যর অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এবং তারা তাদের নির্ধারণ করেন পিকনিকের জন্য সঠিক স্থান।

অপূর্ব সুন্দর নুড়ীপাথরের আর সবুজ ঘাসের বেলা ভূমিতে তারা ফিরে যান পুরানো দিনের ফেলে আসা দিনগুলোতে। দীর্ঘ আড্ডা, ভিডিও, ছবি তোলা পরস্পরের পুরানো দিনের স্মৃতিরোমান্থন, নতুন দিনের সংলাপ, শুভেচ্ছা বিনিময়, খুনসুটির পর্ব পেরিয়ে এসে পিকনিকের আসল পর্ব শুরু হয় দুপুরের মুখরোচক খাবার পরিবেশনা দিয়ে।

খাবার শেষে কেক কেটে উপস্থিত তিনজনের জন্মদিন পালন করা হয়। এরপর দীর্ঘক্ষণ চলে চিরাচরিত বাঙালির পানের আড্ডা। ঢাকা বিশ্ববিদ্যালয় ইউকে যুক্তরাজ্য অ্যালুমনির আয়োজন স্থলটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মিনি মল চত্বরে পরিণত হয়। তাদের বিনোদনে মুখরিত সৈকত, স্থানীয় পর্যটকদের কৌতূহলী করে তোলে।

এখানে তারা বিভিন্ন ধরনের দেশীয় খেলারও আয়োজন করেন, মেতে ওঠেন পুরানো যৌবনের আবহে। নারীদের মধ্যে ছিল বালিশ খেলা, চকলেট দৌড়, চামচ দৌড়। সাবেক শিক্ষার্থীরা মেতে উঠে বোলিং, চেয়ার সিটিং এবং সাঁতার প্রতিযোগিতায়। খেলা শেষে প্রতিযোগীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার তুলে দেয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যলয় অ্যালুমনি যুক্তরাজ্য শাখার সভাপতি গউস খান আয়োজনের তত্বাবধান করেন। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি প্রশান্ত কুমার পুরকায়স্থ এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

আনুষ্ঠানিকতার শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন মোজাম্মেল আলি। সঞ্চালনায় ছিলেন এরিনা সিদ্দিক, সৈয়দ জাফর, কামরুল ইসলাম এবং বার্ষিক খেলা প্রতিযোগিতার আহবায়ক ছিলেন সিরাজুল বাছিত। সার্বিক অংশগ্রহণকারী প্রতিযোগীদের দেখাশোনার দায়েত্বে ছিলেন মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন মারুফ চৌধুরী, এস.বি ফারুক, নিলুফা হাসান, মেজবাহ উদ্দিন ইকো, সৈয়দ এনাম, সৈয়দ ইকবাল।

এ বিভাগের আরো খবর