জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক কর্মচারীকে মারধরের অভিযোগে এক হকারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ভুক্তভোগী কর্মচারীর নাম ইব্রাহীম শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অফিস সহায়ক এবং কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। আটক হকারের নাম মো. শাহিন।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটকের সামনে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটপাতের এক দোকানের সামনে ইব্রাহীম শেখকে মারধর করতে দেখে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মচারীরা এগিয়ে যান। তারা ভুক্তভোগীকে উদ্ধার করেন। অপরদিকে অভিযুক্ত শাহিনকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান।
ভুক্তভোগী ইব্রাহীম শেখ নিউজবাংলাকে বলেন, ‘আমি তিনদিন আগে ফুটপাতের ওই দোকান থেকে একটি গ্যাসের চুলার লাইটার কিনি। কিন্তু বাসায় যাওয়ার পর দেখি সেটা নষ্ট। পরে সেদিনই ফেরত নিয়ে এসে পরিবর্তন করে দিতে বলি। কিন্তু তার কাছে আর কোনো লাইটার না থাকায় সেটা দিতে পারেননি। টাকা ফেরত চাইলে পরে দেবেন বলে জানান। পরে তিন দিনে তিনবার পাওনা টাকা ফেরত চাইতে গেলেও ফেরত দেননি। বিকেলে ফেরত চাইতে গেলে আমাকে মারধর করা হয়।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘আহত কর্মচারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাসান মাতুব্বর বলেন, ‘ঘটনাটি সূত্রাপুর থানার আওতাধীন হওয়ায় আমরা অভিযুক্তকে আটক করে সূত্রাপুর থানায় পাঠিয়েছি। সেখানে আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।’