বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্ব সেরার তালিকায় জবির ৯৫ গবেষক

  • প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়   
  • ৪ জুলাই, ২০২৩ ১৭:৪০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইমদাদুল হক বলেন, ‘বিশ্ব সেরা গবেষকদের তালিকায় আমাদের যেসব শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন তাদের সবাইকেই অভিনন্দন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধিতে অবদান রাখছেন। ভবিষ্যতে গবেষণায় আরও ভালো ফল আসবে এবং মান আরও উন্নত হবে বলে আশা করছি।’

বিশ্ব সেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৯৫ জন শিক্ষক ও গবেষক।

সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত ‘ওয়ার্ল্ড সায়েন্টিস্ট র‍্যাংকিং-২০২৩’-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯৫ জন গবেষকের নাম উঠে এসেছে।

এডি সায়েন্টেফিক ইনডেক্স প্রকাশিত তালিকায় জবির গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশের মধ্যে ৩৪তম স্থানে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আলম খান। তিনি বর্তমানে বেগম ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া অন্যদের মধ্যে ১৫৩তম স্থানে রয়েছেন এ জে সালেহ আহাম্মদ, ১৯৪তম স্থানে মোহাম্মদ শরিফুল আলম, ৩৪৪ তম স্থানে মোহাম্মদ মোশাররফ হোসেন, ৩৫৪তম স্থানে মোহাম্মদ সাঈদ আলম রয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক পরিমল বালা বলেন, ‘বিশ্বের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের র‍্যাংকিংয়েই জবির গবেষকদের সংখ্যা বাড়ছে। এটি আমাদের জন্য যেমন অনুপ্রেরণার তেমন গর্বেরও। আমাদের আরও শিক্ষক রয়েছেন, যারা এ তালিকায় স্থান পাওয়ার যোগ্য। বিভিন্ন সমস্যার কারণে ওয়েবে গবেষণাপত্র সাবমিট না হওয়ায় তাদের নাম তালিকায় আসেনি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইমদাদুল হক বলেন, ‘বিশ্ব সেরা গবেষকদের তালিকায় আমাদের যেসব শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন তাদের সবাইকেই অভিনন্দন। তাঁরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধিতে অবদান রাখছেন। ভবিষ্যতে গবেষণায় আরও ভালো ফল আসবে এবং মান আরও উন্নত হবে বলে আশা করছি।’

২০২৩ সালে এডি সায়েন্টিফিক ইনডেক্সের প্রকাশিত তালিকায় বিশ্বের ২১৮টি দেশের ২১ হাজার ৯৭৬টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৫০ হাজার ৫৬২ জন গবেষক স্থান পেয়েছেন।

তালিকায় বাংলাদেশের সরকারি-বেসরকারি ১৮০টি বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ১৬৫ জন গবেষকের নাম এসেছে।

ওয়ার্ল্ড সায়েন্টিস্ট র‍্যাংকিংয়ের এ বছরের এই তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫২৪ জন এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৫০০ জন গবেষক স্থান পেয়েছেন।

এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৪০ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২২৫ জন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০০ জন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭৩ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ১২১ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩৮৬ জন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৭৪ জন গবেষক স্থান পেয়েছেন।

সূচকটিতে গবেষকদের বিশ্লেষণ ও বিষয়গুলো নির্দিষ্ট ক্যাটাগরিতে গণ্য করা হয়। কৃষি ও বনায়ন, কলা নকশা ও স্থাপত্য, ব্যবসায় ও ব্যবস্থাপনা, অর্থনীতি, শিক্ষা, প্রকৌশল ও প্রযুক্তি, ইতিহাস দর্শন ও ধর্মতত্ত্ব, আইন, চিকিৎসা, প্রকৃতিবিজ্ঞান, সমাজবিজ্ঞানসহ ১২টি ক্যাটাগরিতে এ তালিকা প্রকাশ করা হয়।

এ বিভাগের আরো খবর