বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) প্রতিযোগিতায় শীর্ষ ৫২ স্টার্টআপে স্থান পেয়েছে আইওটিভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান ইয়োর ক্যাম্পাস।
তরুণ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প তৃতীয় বারের মতো ‘বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) ২০২৩ প্রতিযোগিতার আয়োজন করে। সম্প্রতি প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
এর আগেও ইয়োর ক্যাম্পাস রবি আয়োজিত আর-ভেঞ্চারস ৩.০ প্রতিযোগিতার সেরা ১১ স্টার্টআপের তালিকায় অবস্থান করে নেয়।
দেশ যখন স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছে, তখন শিক্ষার্থীদের জীবনমানের কী পরিবর্তন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর কী পরিচর্যার মধ্য দিয়ে যাচ্ছে, একাডেমিক পড়াশোনা শেষ করে কোন শিল্পখাতের জন্য প্রস্তুত হচ্ছে এ বিষয়ে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সেবা নিয়ে কাজ করছে দেশীয় প্রতিষ্ঠান ইয়োর ক্যাম্পাস।
শিক্ষার্থীদের কাপড় ধোয়ার সমস্যা সমাধানের জন্য আইওটিভিত্তিক অ্যাপ নিয়ন্ত্রিত ইয়োর লন্ড্রি সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।
এর মাধ্যমে শিক্ষার্থীরা ৩০ টাকায় ১৫-২০টি কাপড় ধুয়ে নিতে পারছেন।
কাপড় ধোয়ার আগে ইয়োর ক্যাম্পাস অ্যাপ থেকে স্কেজিউল বুক করে সেলফ সার্ভিসে নিজের সুবিধামতো সময়ে কাপড় ধুতে পারেন শিক্ষার্থীরা।
দিনে বা রাতে হুটহাট ক্ষুধার সম্মুখীন হন শিক্ষার্থীরা। কিন্তু ক্যাম্পাসের দোকান সব সময় খোলা থাকে না।
এ সমস্যা সমাধানের চিন্তা থেকে স্ন্যাকস ও বেভারেজ ভেন্ডিং মেশিন চালু করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো সময় এমআরপি মূল্যে পণ্য কিনতে পারেন শিক্ষার্থীরা। মাঝে মধ্যে বিভিন্ন প্রমোশনাল অফারের ব্যবস্থাও করে থাকে ইয়োর ক্যাম্পাস।
এ ছাড়া শিক্ষার্থীদের জন্য সম্প্রতি বিশেষ ডিসকাউন্ট প্ল্যাটফর্ম ইয়োর অফারস চালু করেছে প্রতিষ্ঠানটি। যেখান থেকে শিক্ষার্থীরা বাজারের সর্বোচ্চ ডিসকাউন্টে বিভিন্ন পণ্য কিনতে পারেন।
শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য খুব শিগগির ইয়োর ক্যারিয়ার নামক প্ল্যাটফর্ম উন্মোচনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য নির্দেশনার পাশাপাশি চাকরি মেলায় অংশ নিতে পারবেন।
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট, ঢামেক, বাকৃবিসহ ২০টিরও বেশি পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেবা দেয়া হচ্ছে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও সেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান ইয়োর ক্যাম্পাসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. ইসতিয়াক উদ্দিন।
ইয়োর ক্যাম্পাসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মিলজার রহমান বলেন, ‘আমরা সব সময়ই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ও স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে নিরলসভাবে কাজ করছি। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের (বিগ) স্বীকৃতি ভবিষ্যতে চলার পথে আমাদের আরও উৎসাহিত করবে।’