বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাবিতে ‘সি’ ইউনিটের পরীক্ষায় ‘বি’ ইউনিটের উত্তরপত্র

  • প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়   
  • ১৯ জুন, ২০২৩ ১৫:৫০

উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। তবে এই ঘটনার জন্য সি ইউনিটের ফল তৈরিতে কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা বিষয়টি খতিয়ে দেখব।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও মানবীকি অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের উত্তরপত্রে (ওএমআর) ছয় পরীক্ষার্থীর পরীক্ষা নেয়া হয়েছে।

রোববার সমাজবিজ্ঞান অনুষদের ১৩০ নম্বর কক্ষে ‘সি’ ইউনিটের পরীক্ষা শেষে রাতে এই ইউনিটের ফল প্রকাশের জন্য ওএমআর মেশিনে উত্তরপত্র প্রবেশ করালে ছয়টি ‘বি’ ইউনিটের উত্তরপত্র পাওয়া যায় এবং বি ইউনিটের আরও ৪৫টি ওএমআর ফাঁকা ফেরত আসে।

এ বিষয়ে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, ‘সি’ ইউনিটের ওএমআরগুলো স্ক্যান করার সময় ‘বি’ ইউনিটের ছয়টি ওএমআর পাওয়া যায়। পরীক্ষা শেষে ওই কক্ষ থেকে ফেরত পাঠানো বাড়তি প্রশ্নপত্র এবং ওএমআরগুলোর মধ্যে ‘বি’ ইউনিটের আরও ৪৫টি ওএমআর খুঁজে পেয়েছি।

কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা শঙ্কিত। আমি ঘটনাটি রাতে জানতে পারি। কিন্তু এটি আমাকে তাৎক্ষণিক জানানো উচিত ছিল। এটা নিয়ে কাজ করছি। উপাচার্য স্যারের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।’

এ বিষয়ে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘এটা ভুল হয়েছে। তবে আমরা এটা নিশ্চিত করছি ওই ছয় শিক্ষার্থীকে ভিক্টিম করা হবে না। তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে।

উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে। তবে এই ঘটনার জন্য সি ইউনিটের ফল তৈরিতে কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা বিষয়টি খতিয়ে দেখব।

এ বিভাগের আরো খবর