রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই যুবককে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা চলাকালে সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়।
পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা প্রক্সি দিয়েছেন বলে স্বীকার করেন।
আটক দুজন হলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আব্দালপুর গ্রামের বাসিন্দা হোসাইন এবং নওগাঁ জেলার বদলগাছি থানার চকগোপিনাথ গ্রামের বাসিন্দা স্বপন হোসাইন। স্বপন রাবির লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘আমরা সন্দেহজনকভাবে দুইজনকে আটক করেছি। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিজেদের দোষ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।’