রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার সকাল ৯টায় ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এই ভর্তিযুদ্ধ।
বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটে ১ হাজার ৫৩৩ আসনের বিপরীতে মোট পরীক্ষা দিচ্ছেন ৭৫ হাজার ৮৫১জন শিক্ষার্থী। সে হিসাবে এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৯ জন ভর্তিচ্ছু।
রাবির তিন ইউনিটে ৩ হাজার ৯৩০টি আসনের বিপরীতে এ বছর মোট ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রথম দিনে ‘সি’ ইউনিটের পরীক্ষা হয়েছে। মঙ্গলবার ‘এ’ ইউনিট ও শেষ দিন বুধবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম দিন পরীক্ষা চালাকালে কেন্দ্র পরিদর্শন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। পরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। মাঠে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া শিক্ষার্থীদের সহায়তায় আমাদের হেল্প ডেস্ক ও মেডিক্যাল টিম কাজ করছে।’
উপাচার্য বলেন, ‘আগামীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কয়েকটি বিভাগীয় শহরে নেয়ার বিষয়ে ভাবা হচ্ছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায়।’
পোষ্য কোটার বিষয়ে তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে ৫ শতাংশ কোটা সংরক্ষিত ছিল। তবে চলতি বছরে আমরা এক শতাংশ কমিয়েছি।’
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে উপস্থিত ছিলেন।