বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত, যানজটে ভোগান্তি

  • প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়   
  • ২৭ মে, ২০২৩ ১৩:১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা জানান, বরাবরের মতোই আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়ার জন্য কেন্দ্র হিসেবে পছন্দ করেন।

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

২২ বিশ্ববিদ্যালয়ের ১৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা হয়।

শনিবার দুপুর ১২টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে।

এদিকে যানজটে শিক্ষার্থী-অভিভাবকদের কেন্দ্রে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা জানান, বরাবরের মতোই আবেদনকারীদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়ার জন্য কেন্দ্র হিসেবে পছন্দ করেন। এবার ‘সি’ ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে আবেদন করেছেন ১৫ হাজার ৯২১ জন শিক্ষার্থী। যা মোট ভর্তি পরীক্ষার্থীর প্রায় ৪০ শতাংশ।

তিনি আরও জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১২ হাজার ৮৪৩ জন এবং একটি উপকেন্দ্র উইল্‌স‌ লিট্‌ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ৩ হাজার ৭৮ জনে আসন বিন্যাস করা হয়।

যানজটে ভোগান্তি

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চারপাশে বাস-ট্রাক-লেগুনা, রিকশার কারণে যানজটের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পৌঁছাতে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয় পাশের সড়কগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকরা অবস্থান করায় স্বাভাবিক যান চলাচল বিঘ্ন হয়।

এতে সাধারণ যাত্রীরাও ভোগান্তির শিকার হন।

এদিকে দয়াগঞ্জ নতুন রাস্তার মোড়ে ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের কাজ চলমান থাকায় এক লেনেই সব ধরণের যানবাহন চলাচল করছে।

এতে যাত্রাবাড়ী ও এর আশপাশের এলাকা এবং ঢাকার বাইরে থেকে আসা যেসব শিক্ষার্থী ওই রুটে প্রবেশ করেছেন, তাদের দীর্ঘ যানজটে আটকা থাকতে হয়।

কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, আমাদের সন্তানরা যানজটের কারণে পরীক্ষার হলে ঢুকতে পারছে না। বাস-রিকশাসহ অনান্য যানবাহন একেবারে ফটকের কাছে থামায় নাজেহাল অবস্থা। প্রচণ্ড গরম, ভিড়, যানজটে হাঁসফাঁস অবস্থা।

পরীক্ষার্থী আসফিক মৃধা বলেন, ‘পরীক্ষা শুরুর চার ঘণ্টা আগে মোহাম্মদপুর থেকে রওনা দিয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পৌঁছে এই গরমে পরীক্ষা দিতে আর মনোবল থাকে না।’

এ বছর ব্যবসায় শিক্ষা শাখার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৩৯ হাজার ৮৬৪ জন আবেদন করেন। আসন আছে ৩ হাজার ৩৩২টি। প্রতি আসনের বিপরীতে ১২ জন শিক্ষার্থী লড়েন।

৩ জুন বিজ্ঞান বিভাগের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সকল তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পাওয়া যাবে।

এ বিভাগের আরো খবর