বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাবিতে গাছ কেটে ‘অপরিকল্পিত’ উন্নয়ন বন্ধের দাবিতে বিক্ষোভ

  • প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়   
  • ২৫ মে, ২০২৩ ১৭:৩৬

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সহসভাপতি তাপসী প্রাপ্তি বলেন, ‘আইবিএ ভবন নির্মাণের জন্য আগেও ভিত্তিপ্রস্তর স্থাপন করে গাছ কাটা হয়েছে। এবার সুন্দরবন নামক জায়গাটি বেছে নিয়েছে। মাস্টাপ্ল্যান প্রণয়ন না করে গাছ-পালা কেটে এই ভবন নির্মাণ বন্ধ করতে হবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ কেটে ‘অপরিকল্পিত’ উন্নয়ন বন্ধ এবং মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবিতে বিক্ষোভ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন।

মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদ, জুবায়ের স্মরণী, বটতলা ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী অনন্যা ফারিয়া বলেন, ‘এই ক্যাম্পাসের মূল পরিচয় বনভূমি ও জীববৈচিত্র। মাস্টারপ্ল্যান ছাড়া একের পর এক ভবন নির্মাণ করে ক্যাম্পাসের বনভূমি ও জীববৈচিত্র সংকুচিত করা হচ্ছে। সর্বশেষ সুন্দরবন নামক জায়গায় হাত দেয়া হয়েছে। এভাবে চলতে থাকলে ক্যাম্পাসের জীববৈচিত্র ধ্বংস হয়ে যাবে।’

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সহসভাপতি তাপসী প্রাপ্তি বলেন, ‘আইবিএ ভবন নির্মাণের জন্য আগেও ভিত্তিপ্রস্তর স্থাপন করে গাছ কাটা হয়েছে। এবার সুন্দরবন নামক জায়গাটি বেছে নিয়েছে। মাস্টাপ্ল্যান প্রণয়ন না করে গাছ-পালা কেটে এই ভবন নির্মাণ বন্ধ করতে হবে।’

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ‘সুন্দরবন’ এলাকায় ভবন নির্মাণের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ জন্য পাঁচ শতাধিক গাছ কাটা পড়ার শঙ্কা রয়েছে।

এ বিভাগের আরো খবর