বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাবির ভর্তি পরীক্ষা: ট্রেনের ছুটি বাতিল, থাকবে বাড়তি বগি

  • প্রতিবেদক, রাজশাহী   
  • ২৪ মে, ২০২৩ ১৯:০৮

রাবির ভর্তি পরীক্ষা ঘিরে প্রতি বছর বাড়তি চাপ পড়ে বাস ও ট্রেনে। এ চাপ কমাতে পশ্চিমাঞ্চল রেলওয়ে বাড়তি বগি ও বন্ধের দিনও ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নেয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের চাপ সামলাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের তিনটি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

এ ছাড়া পাঁচটি ট্রেনে বাড়তি বগি যোগ করার কথা জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।

২৯, ৩০ ও ৩১ মে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে।

এ বছর ১ লাখ ৭৮ হাজার ৫৭৪ জন আবেদন করেন। আসন ৩ হাজার ৯৩০টি।

প্রতি আসনের জন্য লড়বেন ৪৫ শিক্ষার্থী।

পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও তাদের অভিভাবক মিলিয়ে অন্তত তিন লাখ মানুষ রাজশাহীতে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

রাবির ভর্তি পরীক্ষা ঘিরে প্রতি বছর বাড়তি চাপ পড়ে বাস ও ট্রেনে। এ চাপ কমাতে পশ্চিমাঞ্চল রেলওয়ে বাড়তি বগি ও বন্ধের দিনও ট্রেন চালু রাখার সিদ্ধান্ত নেয়।

বুধবার বিকেলে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, রাবি ভর্তি পরীক্ষার জন্য রাজশাহী-ঢাকা-রাজশাহী রেল পথে চলাচলকারী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ২৮ মের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। এ ছাড়া রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস এবং খুলনা-রাজশাহী-খুলনা রুটের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ৩০ মের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়।

ভর্তি পরীক্ষার কারণে গোবরা-রাজশাহী-গোবরা রুটের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে ২৭ মে থেকে অতিরিক্ত দুটি কোচ সংযোজন করা হবে। এর মধ্যে একটি প্রথম শ্রেণি এবং একটি শোভন চেয়ারের কোচ। ট্রেনটিতে অতিরিক্ত কোচ থাকবে ৩১ মে পর্যন্ত।

অন্য চারটি ট্রেনে অতিরিক্ত কোচ থাকবে ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত। এর মধ্যে রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে একটি প্রথম শ্রেণি ও একটি শোভন চেয়ারের কোচ, ঢালার চর-রাজশাহী-ঢালারচর রুটের ঢালার চর এক্সপ্রেসে একটি করে প্রথম শ্রেণি ও শোভন চেয়ারের কোচ অতিরিক্ত সংযোজন করা হবে।

রাজশাহী-খুলনা রুটের সাগরদাঁড়ি এক্সপ্রেস এবং পঞ্চগড়-রাজশাহী রুটের বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে একটি করে প্রথম শ্রেণির কোচ সংযোজন করা হবে।

তিনি বলেন, ‘আমরা আরও কোচ খুঁজছি। মন্ত্রণালয়ে আরও ট্রেনের জন্য আবেদন করেছি।’

এ বিভাগের আরো খবর