বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চবির এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৫ শতাংশ পাস

  • প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়   
  • ২০ মে, ২০২৩ ০৮:৩৭

এ ইউনিট ভর্তি কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা বলেন, ‘এ ইউনিটে পাসের হার ৪৫ দশমিক ২২ শতাংশ। আমরা ৫৯ হাজার ৫০২টি ওএমআর শিট পেয়েছি। মোট পাস করেছেন ২৬ হাজার ৯০৮ জন পরীক্ষার্থী।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।

এ ইউনিটে পাস করেছেন ২৬ হাজার ৯০৮ জন। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছেন ৩২ হাজার ৫৯৪ শিক্ষার্থী। মোট পরীক্ষা দিয়েছিল ৫৯ হাজার ৫০২ জন।

এ ইউনিট ভর্তি কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা শুক্রবার রাতে নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা ফলাফল প্রস্তুত করেছি। ফলাফল আইসিটি সেলে পাঠানোর পর তারা আরেকবার চেক করবেন। এরপর ফলাফল প্রকাশ করা হবে। এক্ষেত্রে আরও একদিন সময় লাগতে পারে।’

তিনি আরও বলেন, ‘এ ইউনিটে পাসের হার ৪৫ দশমিক ২২ শতাংশ। আমরা ৫৯ হাজার ৫০২টি ওএমআর শিট পেয়েছি। মোট পাস করেছেন ২৬ হাজার ৯০৮ জন পরীক্ষার্থী।’

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে জানানো হয়েছে, ইউনিট থেকে ফলাফল পাঠানোর পর তারা সেটি আরেকবার নিরীক্ষা করে দেখবেন। এরপর সেটি বিশ্ববিদ্যালয়ের পেইজে ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এজন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

চবির এ ইউনিটে বাংলা, ইংরেজি, গণিত/রসায়ন/পদার্থ বিজ্ঞান/ জীববিজ্ঞান (যে কোনো ৩টি) এর ওপর ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। জিপিএ এর ওপর আরও ২০ নম্বর হিসাব করে মোট ১২০ নম্বরের ওপর ফলাফল তৈরি করা হয়। প্রতিটি ভুল নম্বরের জন্য কাটা হয় দশমিক ২৫ নম্বর। পরীক্ষায় কোনো লিখিত অংশ ছিল না। দ্বিতীয় বার পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।

এ বিভাগের আরো খবর