বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চলন্ত বাস থেকে জাবি শিক্ষার্থীকে ধাক্কা, ৮ বাস আটক

  • প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়   
  • ১৫ মে, ২০২৩ ১৮:৪৫

আহত হাসান মাহমুদ বলেন, ‘সাভার পরিবহনের একটি বাসে করে আমি নবীনগর থেকে ক্যাম্পাসে ফিরছিলাম। শারীরিক প্রতিবন্ধকতা থাকায় বাস থামার পর আমি আস্তে-ধীরে নামি। কিন্তু আজ নামার সময় হেলপারকে বাস থামাতে বললেও তিনি না থামিয়ে চলন্ত বাস থেকে আমাকে ধাক্কা দেন। এতে আমি রাস্তায় পড়ে গিয়ে পায়ে মারাত্মক আঘাত পাই।’

চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার প্রতিবাদে সাভার পরিবহনের আটটি বাস আটকে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থীরা।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট সংলগ্ন বাস স্টপেজে এ ঘটনা ঘটে।

বাস থেকে নামার সময় হাসান মাহমুদ নামের এক শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সাভার পরিহনের এক হেলপার। পরে দুপুর আড়াইটা থেকে বাস আটকে রাখা শুরু করে শিক্ষার্থীরা।

বাস থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী হাসান মাহমুদ। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের জরুরি বিভাগে ভর্তি।

আহত হাসান মাহমুদ বলেন, ‘সাভার পরিবহনের একটি বাসে করে আমি নবীনগর থেকে ক্যাম্পাসে ফিরছিলাম। শারীরিক প্রতিবন্ধকতা থাকায় বাস থামার পর আমি আস্তে-ধীরে নামি। কিন্তু আজ নামার সময় হেলপারকে বাস থামাতে বললেও তিনি না থামিয়ে চলন্ত বাস থেকে আমাকে ধাক্কা দেন। এতে আমি রাস্তায় পড়ে গিয়ে পায়ে মারাত্মক আঘাত পাই।’

হাসানের সাথে হাসপাতালে থাকা গণিত বিভাগের আরেক শিক্ষার্থী রাশেদ বলেন, ‘আমরা ওই হেলপারের শাস্তি চাই। সে সঙ্গে পরিবহন কর্তৃপক্ষের কাছে হাসানের চিকিৎসা ব্যয় বহনের দাবি জানাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘আমি ঘটনাটি সম্পর্কে শুনেছি। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি৷ রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোর জন্য আমাদের ছাত্র এ দূর্ঘটনার শিকার৷ তাই তার চিকিৎসার সকল ব্যয়ভার পরিবহন কর্তৃপক্ষকে বহন করতে হবে।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে পুলিশের সাথে কথা বলবে বলেও জানান প্রক্টর।

এ বিভাগের আরো খবর