ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
দেশের আটটি বিভাগীয় শহরে শনিবার বেলা ১১টা থেকে শুরু হওয়া পরীক্ষার শেষ সময় দুপুর সাড়ে ১২টা।
এ পরীক্ষার মধ্য দিয়ে শেষ হচ্ছে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাবিতে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির লড়াই। গত ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ঢাবিতে ভর্তিযুদ্ধ শুরু হয়।
ব্যবসায় শিক্ষা ইউনিটের আগের নাম ‘গ’ ইউনিট। এই ইউনিটে আসনসংখ্যা ১ হাজার ৫০টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে।
এই ইউনিটের মোট আসনের বিপরীতে ৪১ হাজার ৩৬৮ জন শিক্ষার্থীর আবেদন জমা পড়ে। যদি আবেদন করা সবাই ভর্তি পরীক্ষায় অংশ নেন, তাহলে প্রতিটি আসনের বিপরীতে লড়তে হবে ৩৯ জন শিক্ষার্থীকে।
উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান বিদেশে অবস্থান করায় তার রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ ভবনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এবার আটটি বিভাগীয় শহরের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক পরীক্ষার্থী রয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষার্থীর সংখ্যা ২৭ হাজার ৬৫৬ জন। এরপরের অবস্থানে আছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ২৯৮ জন।
রাজশাহী বিভাগে ২ হাজার ৩৫৮ জন, খুলনায় ২ হাজার ১৬৬ জন, রংপুরে ১ হাজার ৬৯৯, ময়মনসিংহে ১ হাজার ২১৫ জন, বরিশালে ৫১৯ জন আর সিলেটে পরীক্ষা দিতে আবেদন করেন ৪৫৭ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটে আসনসংখ্যা ৫ হাজার ৯৬৫টি। এসব আসনের বিপরীতে মোট ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন শিক্ষার্থী আবেদন করেন।
আগে পাঁচ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এ বছর থেকে শুধু চারটি ইউনিটেই অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। বাদ দেয়া হয়েছে পূর্বের ‘ঘ’ ইউনিট।
এ বছর ইউনিটগুলোর নামও পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগের ‘ক’ ইউনিটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিজ্ঞান ইউনিট। ‘খ’ ইউনিটের নাম পরিবর্তন করে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ‘গ’ ইউনিটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ব্যবসায় শিক্ষা ইউনিট। আর ‘চ’ ইউনিটের নাম পরিবর্তন করে চারুকলা ইউনিট রাখা হয়েছে।
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এর মধ্যে চারুকলা ইউনিট ছাড়া বাকি সব ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হয়েছে। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী ও ৬০ নম্বরের অংকন পরীক্ষা ছিল।
ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলের ওপর থাকবে ২০ নম্বর।
গত ২৭ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়। ২০ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পেরেছেন।