ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতি আসনের জন্য ৬৯ শিক্ষার্থী লড়েছে।
শুক্রবার বেলা ১১টা থেকে ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে।
এ ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৮৫১টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫১টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।
এ বছর বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান বিভাগে ভর্তিচ্ছু ১ লাখ ২৭ হাজার ৮২ শিক্ষার্থী আবেদন করেন।
ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান বিদেশে অবস্থান করায় তার রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ পরীক্ষার সার্বিক বিষয় তদারক করেন।
ঢাবির এবারের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটে আসন ৫ হাজার ৯৬৫টি। এসব আসনের বিপরীতে ২ লাখ ৯৮ হাজার ৪৩০ শিক্ষার্থী আবেদন করেন।
আগে পাঁচ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এ বছর থেকে শুধু চারটি ইউনিটেই অনুষ্ঠিত হবে। বাদ গেছে ‘ঘ’ ইউনিট।
এ বছর ইউনিটগুলোর নামও পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
‘ক’ ইউনিটের নাম পরিবর্তন করে বিজ্ঞান ইউনিট, ‘খ’ ইউনিটের নাম পরিবর্তন করে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ‘গ’ ইউনিটের নাম পরিবর্তন করে ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ‘চ’ ইউনিটের নাম পরিবর্তন করে চারুকলা ইউনিট করা হয়েছে।
গত ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু হয়।
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এর মধ্যে চারুকলা ইউনিট ছাড়া বাকি সব ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী ও ৬০ নম্বরের অংকন পরীক্ষা ছিল।
ভর্তি পরীক্ষায় ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলের ওপর থাকবে ২০ নম্বর।
শনিবার ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ঢাবিতে এ বছরের ভর্তি পরীক্ষা শেষ হবে।