ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা।
আগে ঢাবির এ ইউনিটের নাম ছিল ‘খ’ ইউনিট। সম্প্রতি নাম পরিবর্তন করা হয়েছে।
এই ইউনিটে আসনসংখ্যা ২ হাজার ৯৩৪টি। এর বিপরীতে ১ লাখ ২২ হাজার ৮৩৪ শিক্ষার্থী আবেদন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের কেন্দ্র পরিদর্শন করেন।
এবার আটটি বিভাগীয় শহরের মধ্যে সর্বোচ্চ পরীক্ষার্থী রয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষার্থীর সংখ্যা ৬৮ হাজার ৭১৫। এর পরের অবস্থানে আছে রাজশাহী বিভাগ। এই বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ১৩৬।
এর বাইরে রংপুর বিভাগে ১০ হাজার ২৮৮, চট্টগ্রাম বিভাগে ৯ হাজার ৮৩০, ময়মনসিংহে ৮ হাজার ৬৪৬, খুলনায় ৮ হাজার ৫৯৫, বরিশালে ২ হাজার ৮৭৩ আর সিলেটে পরীক্ষা দিচ্ছেন ১ হাজার ৭৫১ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটে আসনসংখ্যা ৫ হাজার ৯৬৫টি। এসব আসনের বিপরীতে ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন শিক্ষার্থী আবেদন করেন।
আগে পাঁচ ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এ বছর থেকে শুধু চারটি ইউনিটেই হচ্ছে এ পরীক্ষা। এবার বাদ দেওয়া হয়েছে পূর্বের ‘ঘ’ ইউনিট।
এ বছর ইউনিটগুলোর নামও পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগের ‘ক’ ইউনিটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিজ্ঞান ইউনিট। ‘খ’ ইউনিটের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট। ‘গ’ ইউনিটের নাম পরিবর্তন করে ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ‘চ’ ইউনিটের নাম পরিবর্তন করে চারুকলা ইউনিট করা হয়েছে।
গত ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ।
প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময় দেড় ঘণ্টা। এর মধ্যে চারুকলা ইউনিট ছাড়া বাকি সব ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের বহুনির্বাচনী ও ৬০ নম্বরের অংকন পরীক্ষা ছিল। এই ইউনিটে (চারুকলা) বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৩০ মিনিট ও অংকন পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় ছিল।
অন্যান্য ইউনিটে বহুনির্বাচনী পরীক্ষার জন্য ৪৫ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় থাকবে।
ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং এসএসসি বা সমমান ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পর আগামী ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হয়। ২০ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পেরেছেন।