চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সবমিলিয়ে অনুপস্থিত ছিল ৩১ হাজার ৪৪৭ শিক্ষার্থী।
এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৭ হাজার ১৯২ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৩৮৩ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ৮৭২ জন। এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছে ২০ জন শিক্ষার্থী।
রোববার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এসএসসি পরীক্ষার প্রথম দিনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাধারণ ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় দেশের কোথাও প্রশ্নপত্র ফাঁস বা অপ্রীতিকর ঘটনার তথ্য মেলেনি।
বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৫ লাখ ৮ হাজার ৮১৯ জন। এর মধ্যে ১৪ লাখ ৯১ হাজার ৬২৭ পরীক্ষার্থী অংশ নেয়। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সবচেয়ে বেশি ৪ হাজার ২২২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এ ছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ হাজার ৬০৭ জন, রাজশাহীতে ১ হাজার ৭২০, বরিশালে ১ হাজার ২৬, সিলেটে ৯৪০, দিনাজপুরে ২ হাজার ২৪৭, কুমিল্লায় ২ হাজার ৬১৮, ময়মনসিংহে ৯৭৮ এবং যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
প্রথম দিনে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২০ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ৪ জন, মাদ্রাসা বোর্ডে ৫ জন এবং কারিগরি বোর্ডে রয়েছে ১১ জন শিক্ষার্থী।