টাঙ্গাইলের সখীপুরে সোমবার সকালে পাঠাগারের নিজস্ব কার্যালয়ে ২০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে একইসঙ্গে ‘ইসলামী কর্নার’-এরও উদ্বোধন করা হয়।
ক্ষুদে শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে সেলিম আল দীন পাঠাগার। টাঙ্গাইলের সখীপুরে সোমবার সকালে পাঠাগারের নিজস্ব কার্যালয়ে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে একইসঙ্গে ‘ইসলামী কর্নার’-এরও উদ্বোধন করা হয়।
পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও কলামিস্ট ড. হারুন রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন তালুকদার। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদার, আলহাজ আ. হালিম, আতিকুর রহমান দুলাল, শাহাদত শাহজাহান, শাহীন মাহমুদ, মাইন উদ্দিন, তুষার হাসান ও ফেরদৌস আরা ডায়না।
অনুষ্ঠানে ২০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তির পুরস্কার তুলে দেয়া হয়।