ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০ মে। বৃহস্পতিবার ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার জানান, নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভর্তি পরীক্ষা কমিটির মিটিং শেষে সব ডিন ভর্তি বিজ্ঞপ্তির জন্য স্বাক্ষর করেন। এটি অনুমোদনের জন্য উপাচার্যের কাছে পাঠানো হয়। বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ‘ক’ ইউনিটে রয়েছে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিজ্ঞান অনুষদ ও জীববিজ্ঞান অনুষদ। এছাড়া ‘খ’ ইউনিটে কলা অনুষদ, আইন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ; ‘গ’ ইউনিটে ব্যবসায় প্রশাসন অনুষদ; ‘ঘ’ ইউনিটে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদ এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব ছাত্র-ছাত্রী ২০২১-২২ সালে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং যাদের ভর্তি নির্দেশিকায় উল্লিখিত যোগ্যতা থাকবে, কেবল তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। একইসঙ্গে ভর্তি নির্দেশিকায় উল্লেখ করা শর্ত অনুযায়ী কোটায় আবেদন করতে পারবেন।
‘ক’ ইউনিটে আবেদন ফি ৮৫০, ‘খ’ ইউনিটে ১০৫০, ‘গ’ ইউনিটে ৬০০ এবং ‘ঘ’ ইউনিটে ৫০০ টাকা। ১০ মে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ২৭ মে পর্যন্ত। প্রতি ইউনিটে ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। উত্তরপত্রে প্রতিটি ভুলের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।