বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির জন্য নতুন আটটি সম্পাদকীয় পদ সৃষ্টি করেছেন সংগঠনটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে কেন্দ্রীয় কমিটির আকার বা পদসংখ্যা অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার রাতে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নতুন সৃষ্ট পদগুলো হল- অটিজম বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) বিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন (Entrepreneurship and Innovation) বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের আকার অপরিবর্তিত রেখে আটটি সম্পাদকীয় পদ সংযুক্ত করা হল।
নতুন পদ সৃষ্টির বিষয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘যুগোপযোগী ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে বৈশ্বিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করে আমরা এই নতুন আটটি পদ সৃষ্টির প্রয়োজনীয়তা অনুভব করেছি। সেই অনুভব থেকেই আমরা আমাদের সর্বোচ্চ অভিভাবকের অনুমতিক্রমে পদগুলো সৃষ্টি করেছি।’
তিনি বলেন, ‘এই আটটি পদ খুবই কর্মমুখী ও সৃজনশীল পদ। আমরা বিশ্বাস করি, ছাত্রলীগ তার অতীত ইতিহাস-ঐতিহ্য ধরে রেখে সামনের দিনে আরও বেগবানভাবে কাজ করতে পারবে। এবং অতীতে যেভাবে দেশের মানুষের পাশে থেকেছে সামনেও থাকবে।’
পূর্ণাঙ্গ কমিটি কবে নাগাদ করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কমিটি নিয়ে কাজ করছি। এই কাজ করতে গিয়েই কিন্তু প্রয়োজনীয়তা অনুভবের কারণে এই পদগুলো সৃষ্টি। আশা করছি, খুব দ্রুত আমরা পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে পারব।’